মির্জাপুর সংবাদদাতা: শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, ক্রীড়া ক্ষেত্রেও জননেত্রী শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করেছেন।
প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করে খেলাধুলার ব্যবস্থা করা, জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ প্রতিযোগিতার আয়োজন, নারীদের জন্য জাতীয় ভাবে পৃথক ক্রিকেট ও ফুটবল দল গঠন করা হয়েছে।
ফলে ছেলেদের পাশাপাশি দেশের নারীরাও আজ বিশ্ব দরবারে বিভিন্ন খেলায় প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছেন।
শনিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা প্রিমিয়ার ফুটবল লীগের খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন।
আরও পড়ুন- মির্জাপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
খেলা শেষে প্রধান অতিথি আবুল কালাম আজাদ লিটন বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।