মির্জাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে কবি, শিক্ষক ও সাংবাদিকদের শরৎ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সৃজন মির্জাপুর’ এর উদ্যোগে মির্জাপুর প্রেসক্লাবে এই শরৎ আড্ডার আয়োজন করা হয়।
শতাধিক কবি, কিক্ষক ও সাংবাদিক আড্ডা দিতে বসে শরৎ ঋতুকে নানা ভাবে আলোচনা করেন।
তাদের আলোচনায় যেন মন ছুঁয়ে যায়।
শরতের বর্ণনা করতে গিয়ে কেউ একজন গেয়ে উঠেন ‘আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা।
’ শরতের রূপটাই এমন, যে রূপে সাধারণের মনটাও ভাবাবেগে আপ্লুত হয়ে ওঠে। অবসাদগ্রস্ত মনটাতেও নতুন প্রাণের সঞ্চার করে।
আবার কেউ একজন শরৎ কে বর্ণনা করে বলেন, শরৎ হলো ফসল সম্ভাবনার।
আরও পড়ুন- কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবেনা : কৃষিমন্ত্রী
কৃষিনির্ভর বাংলার বুকে প্রাপ্তির আশা জাগিয়ে তোলে শরৎ। কৃষকেরা নবান্নের আশায় দিন গোনেন।
আবেগের সুরে অনেক বলেন, শরৎ যেন দিন দিন হয়ে উঠছে বইয়ের পাতার বাসিন্দা।
এই ইট পাথরের শহরে নাগরিক জীবন এক অনিশ্চয়তার মধ্যে ছুটছে, যখন রুটিরুজির সন্ধানে ব্যতিব্যস্ত অনেকেই, তখন শরতের অপরূপ বিভা দেখার ফুরসত কোথায়?
তাছাড়া যে কাশফুল শরতের আগমনী বার্তা নিয়ে আসে, দিন দিন হারিয়ে যাচ্ছে সেই বনতল।
উঠছে গগনচুম্বী ইমারত। এরমধ্যে আশার কথাও শুনিয়েছেন কেউ কেউ।
তারা বলেছেন, প্রকৃতির সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যতই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে রোবটিক করে তুলি না কেন, শরৎ আমাদের ডাক দিয়ে যাবেই। অন্তরের মৃদঙ্গে ঘা দেবেই।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ‘সৃজন মির্জাপুর’ এর সভাপতি শহিনুর রহমান।
যারা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, পশ্চিম বাংলা থেকে আগত প্রকৃতিপ্রেমী কবি দীণেশ চন্দ্র সরকার, মির্জাপুরের কবি গোপাল কর্মকার, কবি নজরুল ইসলাম, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, প্রেসক্লাব মির্জাপুর এর সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আলহাজ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সৃজন মির্জাপুর এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলি প্রমুখ।
দিনভর এই আয়োজিত এই আড্ডায় উপজেলার শতাধিক কবি, শিক্ষক ও সাংবাদিক ছিলেন।