নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মিরাজ বিড়ি ফ্যাক্টরীতে স্থানীয় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ব্যান্ডরোলবিহীন বিড়ি ও পুরাতন ব্যান্ডরোল জব্দ করেছে।
রোববার বিকালে উপজেলার বানিয়াফৈর গ্রামে মিরাজ বিড়ি ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা জোবায়দা খানম জানান, উপজেলার বানিয়াফৈর গ্রামে মিরাজ বিড়ি ফ্যাক্টরীর মালিক মিরাজ ও তার বাবা মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পুরাতন, নকল ও ব্যান্ডরোল বিহীন বিড়ি বাজারজাত করে আসছিল।
এমন সংবাদের প্রেক্ষিতে রোববার বিকেলে মিরাজ বিড়ি ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩৬ হাজার ৫’শ ব্যান্ডরোলবিহীন, ১ লাখ ৩ হাজার ৫’শ পুরাতন ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
এসময় ৮০ হাজার ব্যবহার অযোগ্য (পুরাতন) ব্যান্ডরোলসহ মোট ২ লাখ ২০ হাজার বিড়ি জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত আলামতগুলো বিজি প্রেসে পাঠানো হবে এবং প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা – অলক কুমার