মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্মণ পরিবারের এক নারীকে (২৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, বনাঞ্চলে লাকড়ি সংগ্রহে যাওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই নারীকে ধর্ষণ চেষ্টার করেছে সাদেক আলী (৪০) নামের এক ব্যক্তি।
মঙ্গলবার দুপুরে ওই নারীর স্বামী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমার।
গত রোববার (২৩ জুন) দুপুরে মধুপুর বনাঞ্চলের শোলাকুড়ি ইউনিয়নের তিলের টাল এলাকায় এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
সাদেক আলী ওই এলাকার জনৈক মুসলিম আলীর ছেলে। বর্মণ নারী ফুলবাগচালা ইউনিয়নের বর্মণ (মান্দি) পাড়ার বাসিন্দা।
নারীর স্বামী ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুরে শোলাকুড়ি ইউনিয়নের তিলের টালের বনে লাকড়ি সংগ্রহ করছিলেন ভূক্তভোগী ওই নারী।
কাছেই আনারস বাগানে অবস্থান করা সাদেক আলী নির্জন পেয়ে ওই নারীকে ধর্ষণ করার চেষ্টা করে।
ওই নারীর ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে সাদেক আলী পালিয়ে যান।
এ নিয়ে সোমবার বিকেলে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদে শালিস মীমাংসা হওয়ার কথা ছিল।
শোলাকুড়ির জুয়েল মেম্বার ও ফুলবাগচালা ইউনিয়নের মজনু মেম্বার শালিসের ব্যবস্থায় থাকলেও শেষ পর্যন্ত হয়নি।
ভূক্তভোগীর স্বামী অভিযোগ করেন, সোমবার বিকেলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
মজনু মেম্বার জানান, ওই নারীর পরিবার ৯৯৯ এ ফোন দিয়েছে। সাংবাদিকদের জানিয়েছে। তাই মীমাংসা করা যায়নি।
ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান ফরিদ আলী জানান, ওই নারী ধর্ষণ চেষ্টার কথা জানিয়েছেন। মীমাংসার কথা হয়েছিল। পরে তারা যোগযোগ করেনি।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ওই নারীর স্বামী ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।