মা ও মামা গ্রেপ্তার

টাঙ্গাইলে পিটুনীতে আহত মাদকাসক্ত যুবকের হাসপাতালে মৃত্যু

পিটুনীতে আহত মাদকাসক্ত যুবকের হাসপাতালে মৃত্যু
পিটুনীতে আহত মাদকাসক্ত যুবকের হাসপাতালে মৃত্যু

কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংহটিয়া গ্রামে অত্যাচার সইতে না পেরে মাদকাসক্ত আমিনুর (৩৫) নামের এক যুবককে পিটিয়ে আহত করে হাসপাতালে ভর্তির পর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আর এই হত্যার অভিযোগ উঠেছে ওই যুবকের মা ও মামার বিরুদ্ধে।

নিহত আমিনুর সিংহটিয়া গ্রামের শওকত আলীর ছেলে।

এঘটনায় সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মা রোকেয়া ও তার খালাতো ভাই শরীফকে পুলিশ গ্রেপ্তার করে মঙ্গলবার (৩০ জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

আরো পড়ুন – ওবায়দুল কাদেরকে ঝেটিয়ে বিদায় করেন – কাদের সিদ্দিকী

শরীফ উপজেলার রামপুর পুরাতন বাজারের মৃত আবু বক্করের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া গ্রামের শওকত আলীর ছেলে আমিনুর একজন মাদকাসক্ত ছিলেন।

সে দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে আসতেছিল।

এতে অতিষ্ঠ হয়ে রোববার তার মা রোকেয়া বেগম, মামা উপজেলার রামপুর পুরাতন বাজারের মৃত আনছের আলীর ছেলে রমজান আলী, খালাতো ভাই শরীফসহ ৫/৬ জনে ঘরের ভিতরে আমিনুরকে রশি দিয়ে বেধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার আমিনুরের মৃত্যু হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে নিহতের পিতা শওকত আলী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত দুইজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।