“শেখ হাসিনা ও দর্পন কৃষকের উন্নয়ন” এ প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০২০ মৌসুমে ইউনিয়ন পর্যয়ে কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। বোরবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা খাদ্য সরবরাহ ও মনিটরিং কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি, নাগরপুর খাদ্য গুদামের (ভারপাপ্ত) কর্মকর্তা আবুল কালাম আজাদ মো. কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক প্রমুখ।
এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লটারীর মধ্যেমে নির্বাচিত ১২টি ইউনিয়নের মোট- ২৩০ জন কৃষক। ২৩০ মেঃ টন আমন ধান সরাসরি উপজেলা খাদ্য গুদামে দিতে পারবেন। এবার উপজেলায় আমন ধান উৎপদিনকারী কৃষকের সংখ্যা ১৭৫৭ জন। সম্ভাব্য আমন ধান উৎপাদনের পরিমাণ ৬৫৬২.৫০০ মেঃ টন।