টাঙ্গাইলের মির্জাপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষকের মধ্যে ১ হাজার ৩৩৫টি মালটা চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মালটা চারা বিতরণ ও প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া আফরিন ঝুমা উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩০জন কৃষকের মধ্যে প্রশিক্ষণ প্রদান শেষে ১ হাজার ৩৩৫টি মালটা চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে।