টাঙ্গাইলে পিকআপসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পিকআপসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার
পিকআপসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাগরপুর সংবাদদাতা : টাঙ্গাইলে গাড়ি চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।

সোমবার সকালে নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন থেকে ৪ চোরসহ পিকআপ ভ্যানটি উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শালিনা পাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (২৬), ঘিওরকোল গ্রামের মো. হাকিম শেখের ছেলে মো. লাভলু শেখ (৩০), বাবনাপাড়া গ্রামের মৃত. আবুল বাসারের ছেলে মো. শাহিন মিয়া (৫১) ও একই গ্রামের কশাই গাজী ওরফে গাজীর ছেলে মো. জাকির হোসেন (৩৬)।

আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

ওসি জানান, গত ১৫ অক্টোবর রাত ১২টার দিকে দেলদুয়ার থানার মৃত মোসলেম খানের ছেলে গাড়ি চালক নওজেশ খান নাগরপুর থানায় পিকআপ ভ্যান চুরির অভিযোগ দায়ের করেন।

টাটা কোম্পানির একটি দেড় টন এর নীল ও হলুদ রংয়ের পিকআপ যাহার রেজি: নং- ঢাকা মেট্রো- ন- ১৪-৯০৫৫।

অজ্ঞাতনামা চোরেরা ৯ অক্টোবর রাত ৮ ঘটিকার দিকে নাগরপুর থানাধীন পাকুটিয়া ইউনিয়নের মানরার বারিন্দা বাজারের কাছে পাকা রাস্তার পাশ থেকে চুরি করে নিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে মামুদনগর এলাকা হতে খন্ডিত পিকআপটি উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।