টাঙ্গাইলে মির্জাপুরের পর গোপালপুরে আরো একব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম রেজাউল করিম। এ নিয়ে এ পর্যন্ত টাঙ্গাইলে মোট দুজন আক্রান্ত নিশ্চিত হলো।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলীম আল রাজী আক্রান্তের খবর নিশ্চিত করেন।
এবিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, রেজাউল করিম উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের স্কুল শিক্ষক শফিকুল ইসলামের ছেলে। রেজাউল বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। রেজাউল করিম কয়েকদিন আগে সে নিজ গ্রাম গোহাত্রাতে এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ও মসজিদে নামাজ আদায় করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিকাশ বিশ্বাস।
উল্লেখ্য, মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামে অখিল নামে একজন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।