মির্জাপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মির্জাপুর অংশে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে।
মির্জাপুর থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের উভয়পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সকাল থেকেই থেমে থেমে এই যানজট ব্যাপক ভোগান্তিতে ফেলেছে চলাচলকারী যাত্রীদের।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
দীর্ঘ যানজটের কারণে ১৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
এতে করে সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মুঠোফোনে জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়েছে। তবে এখন টাঙ্গাইল মুখী গাড়ির চাপ কম।
কিন্তু ঢাকামুখী গাড়ির চাপ অনেক বেশি।
এবিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মুঠোফোনে জানান, নির্মাণাধীন সড়কে বৃষ্টির কারণে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
নির্বিঘে্ন যানবাহন চলাচলের জন্য সড়ক ও জনপথ বিভাগ সেই গর্ত ভরাটের কাজ করা হচ্ছে।
তাই কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। কাজ শেষ হলেই যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে। সম্পাদনা – অলক কুমার