
প্রেস বিজ্ঞপ্তি : টাঙ্গাইলে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে “র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাশর (দক্ষিণ পাড়া) গ্রামের মো. কামাল হোসেনের ছেলে নিলয় আহম্মেদ সজীব (২২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি (পূর্ব পাড়ার) গ্রামের মৃত-তাহের মিয়ার ছেলে মো. তমিজ উদ্দিন ওরফে স্বপন (২৩)।
আজ শনিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দড়িখসিলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ০১টি প্রাইভেটকার এবং ০২টি মোবাইলসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিহাতি থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার
 
			 
    	 
		     
                                 
                                




 
							




