নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছে।
শনিবার (২৫ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পুংলী সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক আলমগীর হোসেন (৩৯)। তিনি যশোর জেলার সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
নিহত সহকারী শরিফুল (১৭) ওই জেলার একই উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন – ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিরা নির্বাচনে অনিয়ম ও কারচুপি করেছে
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে লরি ও কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল ছয়টার দিকে পুংলী সেতুর কাছে পৌঁছলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও সহকারী মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লরি চালক ও সহকারীর মরদেহ মর্গে রাখা হয়েছে।
এছাড়া ভূঞাপুর লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে অন্তত ৮ জন আহত হয়।
এদের মধ্যে একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।