নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কমিটি পূণর্গঠনের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে টাঙ্গাইল চেম্বার অব কমার্সকে দলীয়করণের ফলে বিমুখ হয়েছিলেন ব্যবসায়ীদের এই সংগঠন থেকে।
এছাড়া বিভিন্ন সময়ে নানান অনুষ্ঠানের জন্য তাদের চাঁদা দিতে হতো।
তাছাড়া চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের সংগঠন হলেও এই সংগঠন ব্যবসায়ীদের কোন উপকারে আসেনি বিগত ১৬ বছরে।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের পতন হয়।
সরকার পতনের পর হতে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের অধিকাংশ শীর্ষ নেতাই আত্মগোপনে চলে যায়।
আত্মগোপনে থাকা টাঙ্গাইল চেম্বারের অধিকাংশ নেতাই পরবর্তীতে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি হন।
এরপর সভাপতি খান আহমেদ শুভকে সরিয়ে সভাপতির পদ গ্রহণ করেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির টাঙ্গাইলের সভাপতির পদ গ্রহণের পর থেকে বেনজির আহমেদ টিটোর চেম্বারের পরিচালনা পর্ষদ পূণর্গঠনের কোন গঠনমূলক তৎপরতা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ করেন সাধারণ সদস্যরা।
ব্যবসায়ীদের এই সংগঠনকে বেগবান করতে তারা কমিটি পূণর্গঠন করার জন্য আজকের এই সভা আহবান করছেন।
মতবিনিময় সভায় টাঙ্গাইল চেম্বার অব কমার্সের বিগত দিনের কমিটিতে স্থান পাওয়া আওয়ামী সরকারের নেতা কর্মীদের দ্রুত অপসারণের দাবি জানান উপস্থিত সদস্যরা।
এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য আতাউর রহমান জিন্নাহ।
উক্ত সভায় বক্তব্য রাখেন- চেম্বার কমার্সের সাধারণ সদস্য কাজী শফিকুর রহমান লিটন, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান, তরিকুল ইসলাম ঝলক, অলক কুমার দাস, নুরুল আলম, আবু তাহের, এজাজুল হক সবুজ, তৌহিদুল ইসলাম বাবু, সৈয়দ নাজমুল হোসেন প্রমুখ।