টাঙ্গাইলে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে যুবকের আত্মহত্যা! নাকি হত্যা?

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বৃজ মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রে মো. তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

তিনি গোপালপুর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে।

মৃতের পরিবারের দাবি, তোফাজ্জলকে শারীরিক ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের দাবি, মানসিক সমস্যার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তোফাজ্জল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেলটিয়াবাড়ি বৃজ মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্র থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তোফাজ্জলের ছোট ভাই মো. উজ্জ্বল বলেন, ৭ সেপ্টেম্বর আমার ভাইকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

তোফাজ্জলকে কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তিরা শারীরিকভাবে নির্যাতন করেন।

তাকে শারীরিকভাবে নির্যাতন না করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে।

বুধবার সকালে মোবাইলে খবর আসে তোফাজ্জলের অবস্থা ভালো নয়। এসে দেখি তার মৃত্যু হয়েছে।

এসময় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মজিবুর রহমান তপনের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ডিসি অফিসে যাচ্ছি পরে কথা বলব।

এরপর উনার ০১৭২৮৮৪৩৮৩৮ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেননি।

টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।

এরপর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পরই জানা যাবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (টাঙ্গাইল অতিঃ দায়িত্ব) শামীম হোসেন জানান, আমি বর্তমানে গাজীপুরে কর্মরত আছি।

টাঙ্গাইল আমার অতিরিক্ত দায়িত্ব। ঘটনাটি শোনার পর পরই উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করি।

পরে আমি গাজীপুর থেকে টাঙ্গাইল এসে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।