রাজশাহী থেকে চিলাহাটির চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।এর আগে সোমবার সকাল ৬টায় ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় রাজশাহী থেকে চিলাহাটির চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
রেল বিভাগ জানায়, ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় পৌঁছালে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এর পরে ট্রেনটি থেমে যায়। এতে সারা দেশের সঙ্গে রাজশাহী জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে চার ঘণ্টা পর ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে বেলপুকুর এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজশাহীমুখী অন্য ট্রেনগুলোও পথে আটকা পড়ে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের পর বেলা সাড়ে ১১টায় তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরপর মধুমতি ও অন্যান্য ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে।