চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় বিএনপি-যুবদলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কামরুল হাসানের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে শিল্প ও বাণিজ্য মেলা এলাকায় বিএনপি-যুবদলের সংঘর্ষে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহেদ হোসেন মুন্না নিহত হন।
এ ঘটনায় নিহত জাহেদের ভগ্নিপতি আরাফাত হোসেন বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), নাজমুস সাকিব মারুফ (২২), শাহ আলম (৪৭) ও আরমানকে (২৬) গ্রেপ্তার করে। পরে আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ