পাহাড়ি ছড়ায় পড়ে ছিল যুবকের মরদেহ
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুরমা চা বাগান এর ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা হয়ত বা দিপেনকে মেরে পাহাড়ি ছড়ায় মরদেহ ফেলে রেখে গেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কাজে যাওয়ার পথে কুরঞ্জি পুঞ্জির পাহাড়ি ছড়ায় একটি মরদেহ দেখতে পান।
পরে স্বজনরা নিশ্চিত করেন মরদেহটি চা বাগানের শ্রমিক দিপেন মুন্ডা। পুলিশকে খবর দিলে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে দিপেনের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দিপেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
পুর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে।’