পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাকে তৃষ্ণা বিশ্বাস নামে এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নারী ব্যারাকের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।জানা যায়, নিহত তৃষ্ণা বিশ্বাস ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ০৩২৩২৫১১৯৬ এবং কনস্টেবল নম্বর ১২৫৫।
তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।পুলিশ সূত্রে জানা গেছে, তৃষ্ণাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন।
এর পরই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, ‘এই আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়।আমরা নিহতের পরিবারকে খবর দিয়েছি। পরিবারের সদস্যরা আসলেই মরদেহ উদ্ধার করে সুরাতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।