টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এনামুল হক তালুকদার দিপু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিছুদিন যাবৎ ফুসফুসে ক্যান্সার জনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার (২১) জানুয়ারি রাত পৌনে দশটার দিকে মির্জাপুর কুমুদীনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৯)বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এনামুল হক তালুকদার দিপু টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়ার এডভোকেট মৃত. তোজাম্মেল হক তালুকদারের মেঝ ছেলে।
বুধবার বাদ জোহর মৌলভী বাড়ি মসজিদে মরহুমের জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।