বান্দরবানের লামায় আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ী অঞ্চল পাগলীর আগা নামক এলাকায় আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন মেম্বারের নেতৃত্বে এ মিছিল বের হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালালে নেতা-কর্মীরা পালিয়ে যায়।
ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফছিয়ল আলম বলেন, বিশটির অধিক মামলার পলাতক আসামি ২ নং ওয়ার্ডের মেম্বার কুতুব উদ্দিনের নেতৃত্বে কিছু ডাকাত শ্রেণির মানুষ রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে।
এরা প্রায় সময় সশস্ত্র থাকে। এদের ভয়ে এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত।
তিনি দ্রুত অভিযান চালিয়ে মিছেলে অংশগ্রহনকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ অভিযান চালায়।
আজও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।