লোয়ার অর্ডার ব্যাটারদের মূল দায়িত্ব থাকে শেষ দিকে গিয়ে সুযোগ বুঝে দ্রুত রান তোলার মাধ্যমে দলের স্কোরে প্রভাব ফেলা। আর চলতি বিপিএল এই কাজটি খুব ভালোভাবে করছেন চিটাগাং কিংসের বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে শামীম বার বার নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিচ্ছেন। ব্যাটিংয়ে অপ্রথাগত শট খেলে নজর কাড়ছেন সবার।
বললেন, এক্ষেত্রে তিনি দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে বেশিই অনুসরণ করেন।
শনিবার রাতে ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগাং কিংসের ২৪ রানের জয়ে ভূমিকা ছিলো শামীমের। আগে ব্যাট করা কিংসের রান দুই শ ছাড়িয়ে নিতে তিন চার ও দুই ছক্কায় ১২ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানালেন ডি ভিলিয়ার্সকে অনুসরণ করার কথা, ‘এবি ডি ভিলিয়ার্স বলতে, আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি।
আমার অনেক ভালো লাগে।’
উইকেটে গিয়ে নিয়মিতই র্যাম্প শট, রিভার্স স্কুপের মতন ঝুঁকিপূর্ণ শট খেলতে দেখা যায় শামীমকে। তার অপ্রথাগত শট নজর কাড়ছেন সবার। তবে এই এই ধরণের ব্যাটিং করতে সামান্য কিছু বদল এনেছেন নিজের খেলায়, ‘বদল বলতে কিছু না, হেড পজিশন একটু বদল করেছে, এলবোটা একটু ঠিক করেছি আরকি।
’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকে হারিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে কোয়ালিয়ায়ার নিশ্চিত করেছে চিটাগাং কিংস। এই ম্যাচের মতো প্রথম কোয়ালিফায়ারেও বরিশালকে হারাতে পারবে বলে বিশ্বাস শামীম। তিনি বলেন, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী। দেখা যাক কী হয়। অবশ্যই (এই জয়) হেল্প করবে।
আমরা যেহেতু এই ম্যাচটা জিততে পেরেছি। একটু বাড়তি আত্মবিশ্বাস থাকবে।’