জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি খালের দু-পাশে পাকা সড়ক, চলাচলের জন্য আগে থেকেই বড় একটি সেতুও রয়েছে। তবু ঠিক খালের মাঝখানে আরো একটি সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটির আশপাশে এখনো মানুষের বসতবাড়ি গড়ে ওঠেনি। নেই চলাচলের সড়কও্ এরপরও ৩৭ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করেছে ইসলামপুর পৌরসভা।
অর্থ লোপাট করতেই এ সেতু নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
ইসলামপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, সেতু-কালভার্ট প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ১০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত এই সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে ৩৭ লাখ ২১ হাজার ১৭০ টাকা। ২০২৩ সালের নভেম্বর মাসে সেতুটির নির্মাণকাজ শেষ হয়।
ইসলামপুর উপজেলার কাচীহারা এলাকার আলাই খালের মধ্যে এই সেতু নির্মাণের কাজটি পায় কথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে, সেতুর চারপাশে কোনো সড়ক বা বসতবাড়ি নেই। সেতুর দক্ষিণ পাশে শুধু মাত্র একটি বাড়ি রয়েছে। সেটাও সেতু থেকে অনেক দূরে।
সেই বাড়ির বাসিন্দাদেরও এই সেতু ব্যবহারের সুযোগ নেই। কৃষক আব্দুল রহমান বলেন, এক বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছে। একদিনও কাজে লাগেনি। অযথা অর্থ ব্যয় করে এই সেতু নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।
ইসলামপুর পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাইদ বলেন, ‘সেতু নির্মাণের পর দুই পাশে সংযোগ রাস্তার জন্য মাটি কাটা হয়েছিল। কিন্তু বন্যায় মাটি ধুয়ে গেছে।’
ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইসলামপুর পৌর প্রশাসক তৌহিদুর রহমান বলেন, সেতুটি নির্মাণে কোনো ত্রুটি ছিল কি না, সেটাও দেখা হবে। এ ছাড়া তদন্তের মাধ্যমে অপ্রয়োজনীয় সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।