তিস্তা নদী নিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণে গণ শুনানিতে অংশ নিতে যোগ দেবেন বর্তমান সরকারের দুই উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা আড়াইটায় গণ শুনানীতে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, গণ শুনানীকে ঘিরে মঞ্চ প্রস্তুত রয়েছে, মানুষজন আসতে শুরু করেছেন। মানুষের ঢল নেমেছে তিস্তা পাড়ে।
তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশা, প্রতিশ্রুতি দিয়ে ঝুঁলিয়ে রাখা নয় বরং বর্তমান সরকারের আমলেই এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে বিশ্বাস এলাকাবাসীর। কাউনিয়ার গদাই গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম ও হাফিজুর রহমান বলেন, ‘খরাতেও ভাঙে বন্যাতেও ভাঙে। ভাঙতে ভাঙতে বাপ-দাদার ভিটে নিশ্চিহ্ন হয়েছে। যতটুকু আছে তাও ভাঙ্গনের মুখে।
শুনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কিন্তু শুধু শুনিই, বাস্তবায়ন হয় না। আমরা চাই অন্তত এবার সেটা হোক।’
খালিদ হাসান নামে আরেকজন বলেন, ‘বহুদিন ধরে শুনি তিস্তা মহাপরিকল্পনা হবে কিন্তু হয় না।