সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আজ রবিবার এক স্ট্যাটাসে তিলি লিখেছেন, সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ন্যায় বিচারক ছিলেন।
দেশ ও মানবতার কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আজ রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে মারা যান সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তিনি ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন সাবেক এই বিচারপতি।