আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী। এর আগে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সদর থানার ছোনগাছা গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২), ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরবাগান গ্রামের মৃত নূরুল হকের ছেলে ও আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (৩৮), একই থানার রোস্তমপুর গ্রামের মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫), কাঠগড়া দূর্গাপুর গ্রামের আব্দুল গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১) ও জামগড়া মীরবাড়ি দেলোয়ার মীরের বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে মো. রাজা মোল্লা (৩৫)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র জনতা হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউরসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে ।