‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
এসময় তিনি বলেন, নতুন এই ছাত্রসংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না; স্বতন্ত্রভাবে কাজ করবে। নতুন ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
শিগগির এই ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনমত জরিপ করবো। সেখান থেকে এই ছাত্রসংগঠনের নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্রসংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা যায়, এ মাসেই দল দুটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। সে ক্ষেত্রে মূল দলের আগেই ঘোষণা আসবে ছাত্রসংগঠনের।