চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের নিয়মনীতি উপেক্ষা করে ইটভাটা নির্মাণের অভিযোগে দুটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার চরবসন্ত ও গাজীপুর এলাকায় এ দুটি ইটভাটাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।
এ সময় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে চরবসন্ত ব্রিকফিল্ড থেকে চার লাখ টাকা এবং মেসার্স মাহবুব ব্রিকফিল্ডকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটি ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান জানান, ফরিদগঞ্জ পরিবেশ দূষণ এবং সরকারের নিয়মনীতি উপেক্ষা করছে। এমন সব ইটভাটা চিহ্নিত করে এ ধরনের আরো অভিযান চালানো হবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।