নাটোরের বাগাতিপাড়ায় প্রতি বছরের ন্যায় এবারও অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী ৩২তম একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩২টি মোমবাতি প্রজ্জ্বলন করে এই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের প্রফেসর ড. আব্দুস সাত্তার।
স্থানীয় ‘আমরা ক’জন স্পোর্টিং ক্লাব’ এ বই মেলার আয়োজন করেছে। মেলায় ৫০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৫ দিনব্যাপী মেলা মঞ্চে প্রতিদিন নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃতি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মিনহাজুর রহমান মনিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ।