সিরাজগঞ্জের শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে আশরাফুল ইসলাম সোহাগ (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে তার স্ত্রী রুমানা খাতুন (২১)-কে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যে এ ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, এক বছর তিন মাস আগে মরুটিয়া গ্রামের আফসার আলীর ছেলের সঙ্গে উল্লাপাড়া উপজেলার সোনতলা নতুনপাড়ার মোতাহার হোসেনের মেয়ে রুমানা খাতুনের বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এরই জেরে বুধবার রাতে নিজঘরে স্ত্রী রুমানা খাতুনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশরাফুল ইসলাম সোহাগকে নিজ এলাকা থেকে আটকের পর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।