রাজবাড়ীর গোয়ালন্দ থেকে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ আবুল হাসেম সুজন (৫৩) নামের এক ব্যক্তিতে গ্রেপ্তার করছে পুলিশ। আজ রবিবার ভোরে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল হাসেম রাজবাড়ী সদর থানার বড়মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে আজ রবিবার ভোর পৌনে ৪টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এ সময় ওই পল্লীর বাড়িওয়ালা আইয়ুব মেম্বারের বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মীর ঘর থেকে আবুল হাসেম সুজনকে (৫৩) অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরো জানান, এ সময় সুজনের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের বিদেশি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।