গত মাসে ইংল্যান্ডে গিয়ে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁর চাহিদাপত্র জেনে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। সে সময় সভাপতির কাছ থেকে বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে ধারণা নিয়েছেন হামজাও। এর মধ্যে বাংলাদেশ দলের চোট ব্যবস্থাপনার ব্যাপারে অধিকতর গুরুত্ব দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। এরই মধ্যে তাঁর এজেন্ট বাফুফেকে জানিয়ে দিয়েছে যে ইংল্যান্ড থেকে ব্যক্তিগত ফিজিও নিয়ে আসতে চান হামজা।
বাংলাদেশ দলে একজন ফিজিও থাকলেও হামজার চাহিদার ব্যাপারে বাফুফে ইতিবাচক বলেই জানা গেছে। জাতীয় দলের ম্যানেজার আমের খান গতকাল বলেছেন, ‘হামজার এজেন্ট আমাদের বিষয়টি জানিয়েছে। ওর কাজ আরো সহজ করার জন্য সঙ্গে করে একজন ফিজিও আনতে চায়। এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলতে পারছি না।
কয়েক দিনের মধ্যে জানাতে পারব।’ ২৫ মার্চ ভারতের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ বাংলাদেশের। সব কিছু ঠিক থাকলে সেদিনই লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক হতে পারে হামজার। অবশ্য ঢাকায় ও সৌদি আরবে হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পে থাকছেন না তিনি।
৫ মার্চ সৌদি আরবে গিয়ে ১৭ তারিখে আবার ঢাকায় ফিরবে হাভিয়ের কাবরেরার দল। ২০ মার্চ ম্যাচ ভেন্যু শিলংয়ে যাওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ দলের। তার আগেই ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। ২৮ ফেব্রুয়ারি ক্যাম্প শুরুর আগে দলে যোগ দিচ্ছেন নতুন ফিটনেস ট্রেইনার স্প্যানিশ পেলো জোসেপ এলিয়েন।