গাজীপুরের আদালত থেকে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, এদিন দুপুর দেড়টার দিকে ৩০-৪০ জনের একটি দল আদালত প্রাঙ্গণে এসে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে সেখানে থাকা মানুষ আতঙ্কিত হয়ে যায়। পরে পুলিশ ও আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করে দুই আসামিকে ছিনিয়ে নেয়া হয়
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আইনজীবীরা বলছেন, এমন ঘটনা আমাদের ও দেশের জন্য হুমকি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এসময় প্রশাসনের কাছে নিরাপত্তার দাবিও জানান তারা।