রাজশাহীর গোদাগাড়ীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন। সোমবার ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বেঁচে গেছেন ওই অ্যাম্বুলেন্সে থাকা হার্ট অ্যাটাকের রোগী।
নিহতরা হলেন-রাজশাহী নগরের হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারীসহ আরো তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল।
পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হবে।