চাঁদপুরে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইতালী প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে নয়টায় চাঁদপুর শহরের পুরান বাজার গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুরানবাজারের বাসিন্দা সালাম দেওয়ান ও ইয়াকুবের ছেলে ইতালি প্রবাসী অভি ও নিলয়। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসা থেকে মোটরসাইকেলে করে লোহারপুর এলাকায় যাচ্ছিলো অভি ও নিলয়। পুরান বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান দুজনেই। এর আগে গত ১১ জানুয়ারি অভি এবং ১৮ জানুয়ারি নিলয় ইতালি থেকে দেশে আসেন।