নেত্রকোনার দুর্গাপুরে এক পাহারাদারকে খুন করে খামারের সাতটি গরু লুটের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) এ তথ্য জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সোমবার রামবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী দুর্গাশ্রম গ্রামের দোলন মিয়া (২৮), শুকনাকুড়ি গ্রামের আ. মান্নান (৪২) ও রামবাড়ী গ্রামের আ. আউয়াল (৩২)। পুলিশ সূত্র জানায়, হত্যা ও গরু রুটের ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছেন।
তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার রাতে গোদালিয়া এলাকায় একটি গরুর খামারে এক পাহারাদারকে খুন করে খামারের সাতটি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার, লুণ্ঠিত গরু উদ্ধার ও ঘটনায় ব্যবহৃত পিকআপ গাড়ি শনাক্ত করে আটকের জন্য অভিযান অব্যাহত।