মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে অভিযুক্তকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকা থেকে হেফাজতে নেয় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। হেফাজতে নেয়া ১৩ বছরের ওই কিশোর টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়ার উজ্জ্বল কুমার দে’র ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার মানিকগঞ্জের আটিগ্রামে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তারা। এসময় ৩ বছরের ওই শিশুকে ১৩ বছরের কিশোর যৌন নিপীড়ন করেন। পরে বিষয়টি ওই শিশুর মা টের পেয়ে টাঙ্গাইল চলে আসেন। রোববার শিশুটিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুকে চিকিৎসক দেখার পর সোমবার উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য নিউজ না করতে সাংবাদিককে চাপ প্রয়োগ করেন টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা চিত্তরঞ্জন দাস নুপুর। কেন্দ্রীয় বিএনপির দুই নেতাকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরআগে সোমবার রাতে যৌন নিপীড়নের বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে খোঁজ নিতে যান ডিবিসি নিউজ ও দেশ টেলিভিশনসহ কয়েকটি মিডিয়ার সাংবাদিকরা। এর সত্যতা পেয়ে সাংবাদিকরা ফেরার সময় আইনজীবী চিত্তরঞ্জন দাস নুপুর মুঠোফোনে ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সোহেল তালুকদারকে ফোন করে নিউজ না করতে চাপ প্রয়োগ করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমরা তদন্ত করছি৷ এ ঘটনায় মঙ্গলবার আমাদের একটি টিম টাঙ্গাইল থেকে অভিযুক্তকে কিশোরকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে এসেছেন। ওসি আরও বলেন, তাদের বাড়ি মানিকগঞ্জে হলেও শিশুটির বাবা টাঙ্গাইলের সখীপুরে চাকরি করে। সে সুবাদে ঘটনার পর তারা টাঙ্গাইলের সখীপুরে চলে আসেন।