ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় সুলতান হোসেন সাগর (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে সাভার পৌরসভার সিআরপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর সাভারের ডগরমোড়া এলাকার বাসিন্দা ও পেশায় রংমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে। তিনি সিআরপি তিন রাস্তার মোড়ে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি জুয়েল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধুর সঙ্গে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।