জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে একটি ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পৃথকভাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তারেক রহমানের নির্দেশে, ১০৯ জন আহত যোদ্ধাকে পঙ্গু হাসপাতালে ও ১২০ জনকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ইফতার সামগ্রীসহ শুভেচ্ছা চিঠি প্রদান করা হয়। তারেক রহমান আহতদের উদ্দেশ্যে তার চিঠিতে তাঁদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে লিখেন, “আপনার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
পঙ্গু হাসপাতালে ইফতার বিতরণে জেডআরএফের নির্বাহী পরিচালকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইভাবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের খোঁজখবর নেন জেডআরএফের সদস্যরা।