আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত বিভিন্ন মামলায় রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে ওবায়দুল ইসলাম নিহত হওয়ার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল, তবে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এছাড়াও, মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামক এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়।