অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, মামলাটি ছিল সাজানো এবং বাবর এর প্রধান ভুক্তভোগী।
বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের বেঞ্চ এই রায় দেন।
২০০৭ সালের ২৭ মে যৌথ বাহিনী বাবরকে আটক করে। সাত দিন পর গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা হয়। বিচারে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে হাইকোর্ট বলেছে, মামলাটি অবৈধভাবে করা হয়েছে এবং সাক্ষ্য-প্রমাণে অসংগতি রয়েছে।
বাবরের আইনজীবী শিশির মনির জানান, এই রায়ের ফলে তার বিরুদ্ধে আর কোনো সাজা নেই এবং তিনি সব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে আইনগতভাবে উপযুক্ত।
এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র চোরাচালানসহ কয়েকটি মামলায়ও হাইকোর্ট বাবরকে খালাস দিয়েছেন।