ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বৃহস্পতিবার (২০ মার্চ) কিয়েভে মুসলিম সেনাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দেন। তিনি মুসলিম নারী ও পুরুষ সেনাদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন।
ইফতার পূর্বে সবার উদ্দেশে দেওয়া ভাষণে, জেলেনস্কি রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “পবিত্র রমজান মাসে একটি মুসলিম দেশে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক হয়েছিল।”
তিনি আরও জানান, রমজান মাসেই শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা এবং দ্রুত যুদ্ধ বন্ধ হওয়ার আশা ব্যক্ত করেন।