আজ মঙ্গলবার রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত দেশজুড়ে এক মিনিটের জন্য ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ ও জরুরি স্থাপনাগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে গণহত্যা চালায়। নিরস্ত্র বাঙালিদের ওপর পরিচালিত সেই বর্বর হামলায় হাজারো মানুষ প্রাণ হারায়।
এ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি সেই কালরাতের সব শহীদকে। নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।
এই কর্মসূচি পালনের মাধ্যমে জাতি সেই ভয়াল রাতের স্মৃতি নতুন করে মনে করবে।