ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।” পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
কিছু এলাকায় মব হামলার কথা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা ইতোমধ্যে প্রতিকার নিয়েছি। ভবিষ্যতে এরকম ঘটলেও আইনের আওতায় আনা হবে।”
এর আগে সকালে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা বিছানো দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।