ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) থেকে শুরু হওয়া এই দুর্যোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ৮২ জন মারা গেছেন বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশেও প্রাণহানির খবর মিলেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, সেখানে বৃষ্টিজনিত কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, প্রতিবেশী দেশ নেপালেও বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে কমপক্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রঝড় এবং পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে শনিবার (১২ এপ্রিল) পর্যন্ত সতর্কতা জারি করেছে। দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সরকার উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করেছে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় সাধারণত বর্ষা মৌসুম শুরু হয় জুন মাসে। মার্চ থেকে মে পর্যন্ত সময় শুষ্ক মৌসুম হিসেবে পরিচিত হলেও চলমান বৈরী আবহাওয়া সেটিকে ব্যতিক্রম করেছে।