ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এই গণজমায়েত, যা চলবে মাগরিব পর্যন্ত।
সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষের ঢল নেমেছে উদ্যানে। মিছিল নিয়ে অংশ নিয়েছেন অনেকে। হাতে ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার। ইসলামিক দলগুলো ছাড়াও বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নিচ্ছে কর্মসূচিতে।
আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানিয়েছে, লাখো মানুষের উপস্থিতিতে এটি ঢাকায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশে পরিণত হতে পারে।
কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। বক্তব্য রাখবেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহসহ আরও অনেকে। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হবে।











