কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার চিত্র তুলে ধরেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যানে দেখা গেছে, ওই দুই মাসে দেশটিতে প্রায় ১০ হাজার ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪৫ শতাংশ ভুক্তভোগীই শিশু।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার একে ‘চরম মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করে বলেন, এর আগে দেশটিতে শিশু নিপীড়নের পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি। এ ঘটনায় জাতিসংঘও গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে।
প্রসঙ্গত, কঙ্গোতে সরকার বাহিনী ও বিদ্রোহীগোষ্ঠী এম টুয়েন্টি থ্রি’র (M23) মধ্যে চলমান সংঘাতের কারণে দেশটির পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই সহিংসতায় বিপর্যস্ত। এই অস্থিরতা বাড়িয়ে তুলছে যৌন সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।