প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য এনে দিয়েছে—এমনটাই উঠে এসেছে এক আলোচনায়। ‘বাংলাদেশ-চীন সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় রোববার (১৩ এপ্রিল) সকালে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।
অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্সের ‘চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ (CSCSS)’।
আলোচনায় অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশিদের পাশে চীনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে অগ্রগতি হচ্ছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে চীনের কাছ থেকে আরও সক্রিয় সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ।
বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ চীনের প্রতি যে আস্থা রাখে, সেটি বজায় রাখতে বেইজিংকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।