গাজীপুরের কালিয়াকৈরের আশিকনগর এলাকায় একটি পুকুর থেকে একটি পরিত্যক্ত মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা পুকুরে পড়ে থাকা মাইক্রোবাসটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চন্দ্রা-বলিয়াদী আঞ্চলিক সড়কের পাশেই ওই পুকুরে মাইক্রোবাসটি পড়ে থাকতে দেখা যায়। তবে কে বা কারা এটি সেখানে ফেলে গেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
স্থানীয়দের ধারণা, ওই সড়কে মাঝেমধ্যেই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। হয়তো ডাকাতি করে পালানোর সময় ডাকাতদলের কেউ মাইক্রোবাসটি ফেলে যেতে পারে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের জানান, গাড়িটির মালিক এখনো শনাক্ত হয়নি। যাচাই-বাছাই শেষে বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।