মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ নিয়ে কটাক্ষ করার অভিযোগ তুলে দেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো-কে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করেনি।” তিনি অভিযোগ করেন, গত ৩০ মার্চ প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করে পত্রিকাটি ঈদের ভাবগাম্ভীর্যকে অবমাননা করেছে।
তিনি আরও উল্লেখ করেন, “এর আগেও পত্রিকাটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিল, তখন সম্পাদক মতিউর রহমান প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।”
জামায়াত আমিরের এই বক্তব্যে সামাজিক মাধ্যমে বেশ সাড়া পড়েছে। অনেকেই তার এই প্রতিবাদকে স্বাগত জানিয়ে মন্তব্য করছেন। কেউ কেউ প্রথম আলো নিষিদ্ধের দাবি তুলেছেন। কেউ কেউ ইসলামবিরোধী গণমাধ্যম হিসেবে পত্রিকাটির ডিক্লারেশন বাতিলের আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।