ফরিদপুরের ভাঙ্গায় ১০ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন মোল্লা (৫৫) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে আদালতের আদেশে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে রবিবার (১৩ এপ্রিল) রাতে নরসিংদী থেকে র্যাব-১১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে সোমবার সকালে দেলোয়ারকে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা দেলোয়ারকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ এপ্রিল দুপুরে প্রতিবেশী দাদার বাড়িতে নতুন ধানের শিন্নি দিতে গিয়েছিল ওই শিশু। এ সময় অভিযুক্ত দেলোয়ার হোসেন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির বাবা ৯ এপ্রিল রাতে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
ধর্ষণ মামলার পরপরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যান। দীর্ঘ অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে তাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।